চরভদ্রাসন উপজেলায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
এম এম সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুর
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সকাল ৯টায় বীর শহীদদের স্মরণে স্বাধীনতার স্তম্ভে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা,
বাংলাদেশ পুলিশ চরভদ্রাসন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, চরভদ্রাসন সরকারি কলেজ, ৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
চরভদ্রাসন প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ সমিতি চরভদ্রাসন, প্রশিক্ষা উন্নয়ন এলাকা, উপজেলা সাব রেজিস্টার, মাধ্যমিক শিক্ষক সমিতি, বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।
সকাল ৯ টা ৪৫ মিনিটে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, খেলাধুলা ও উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীর হোসেন এর সঞ্চাচালনায় ও উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। এ সময় আরো
উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, ৩ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান, উন্নয়ন উন্নয়ন প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মনজুর সামাদ, প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক টিটু, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান খান,
বীর মুক্তিযোদ্ধা মীর আলমগীর হোসেন। বাদ যোহর শহিদের মাগফেরাত কামনায় মসজিদে দোয়া এবং সুবিধার মত সময় মন্দিরে প্রার্থনা করা হয়। মুক্তিযোদ্ধাদের সম্মাননা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।