চৌদ্দগ্রামে কাজী জাফর আহমদ এর ৮৫ তম জন্মবার্ষিকী পালিত
মোঃ খোরশেদ আলম, সত্যকন্ঠ:বিশেষ সংবাদদাতা:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমদ এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিওড়া কাজীবাড়ী’তে দিনব্যাপী পবিত্র কুরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুলাই) আছরের নামাজের পড়ে চিওড়া কাজী বাড়ির মসজিদে দোয়া মাহফিলে মরহুমের রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত হয়ে রূহের মাগফেরাত কামনার মোনাজাত পরিচালনা করেন চিওড়া কাজী বাড়ি মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা অহিদুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধার খবির আহমদ মজুমদার , উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদ, পৌরসভা যুব সংহতি নেতা মোহাম্মদ শাহজাহান, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির নেতা জাফর আহমদ ভুঁইয়া, বাহারউদ্দিন মজুমদার , কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা লুৎফর রহমান, মাহবুব হোসেন, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নুরুল ইসলাম, গুণবতী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ডাঃ মুকবুল আহমদ, জানে আলম দোভাষী , আলী আহমদ, আলি আকবর, মোহাম্মদ শাহীন আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জহিরুল ইসলাম,আবুল কালাম আজাদ বাবুল, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ওবায়েদুল হক পাটোয়ারী, মুকবুল আহমমদ, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, লিটন মজুমদার, কাজী মাহবুব, কাজী সাহেদ, মোহাম্মদ মানিক প্রমুখ