সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা থেকেঃ– গাইবান্ধা জেলা প্রশাসক(রাজস্ব) রবিউল হাসান বলেছেন, জনমত গঠনে গনমাধ্যম ও সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। দেশের স্বার্থে জনকল্যানে প্রশাসন সাংবাদিক পারস্পরিক সম্পর্ক সব সময় বজায় রাখতে হবে।প্রশাসন সাংবাদিক একে অপরের সম্পুরক।
১৮ জানুয়ারী বুধবার সকালে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এশিয়ান টিভি’র ১০ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন প্রশাসন সাংবাদিক একে অপরের বন্ধু।পেশাগত কাজে একে অপরকে সহযোগিতা করবে এটাই স্বাভাবিক।এশিয়ান টিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি খালেদ হোসনের সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে
গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামিলীগ সভাপতি আবু বক্কর ছিদ্দিক বলেন সাংবাদিকরা জাতির বিবেক রাষ্ট্রের দর্পন,সমাজের আয়না।জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বস্তু নিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই।
গাইবান্ধার পৌর মেয়র ও প্রেসক্লাব গাইবান্ধার প্রধান উপদেষ্টা মতলুবর রহমান রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্টীয় ক্ষমতায় আসার পর দেশে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রউফ তালুকদার বলেন এশিয়ান টেলিভিশন জম্নলগ্ন থেকে দেশ সেবায় কাজ করে আসছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরোয়ার কবির, প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,গ্লোবাল টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি হারুন অর রশিদ।
এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।শেষে অতিথিবৃন্দ কেক কেটে এশিয়ান টিভি’১০ ম বর্ষপূর্তি পালন করেন।