এ জেড সুজন মাহমুদ,নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে পদ্মার চরে ইজারাকৃত বালু মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মিথ্যাচারের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লালপুর -ঈশ্বরদী সড়কের লক্ষীপুর বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঈশ্বরদী ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানা কনক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, যুবলীগ নেতা মিজানুর রহমান, সুমন আলী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বালু মহল ইজারা না দেয়ায় ১১ মামলার আসামি টুটুল ও তার ভাই সুমন এপর্যন্ত অবৈধ্যভাবে বালু-ভরাট তুলে ব্যাবসা করে আসছিল। কিন্তু এ বছর সরকার বালু মহল ইজারা দেয় এবং তারা ইজারা পায়নি। এতে তারা ক্ষিপ্ত হয়ে ইজারা
গ্রহনকারীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারি বালু মহলের বিরুদ্ধ টুটুল- সুমন ও তাদের অনুসারীরা মানববন্ধনে মিথ্যাচার করে। টুটুল- সুমন গং এলাকার চিহ্নিত সন্ত্রাসি,বালু খেকো ,চাঁদাবাজ ও মাদক কারবারি দাবি করে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।