নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদকে সামনে রেখে অদ্য ৮.৩.২৩ ইং তারিখ নিয়ামতপুর উপজেলা পরিষদের সামনে রালি ও মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনায় নারীর ক্ষমতায়ন ন্যায্য মজুরি, ডিজিটাল প্রযুক্তির ক্ষতিকর দিক ও গুনগত দিক নিয়ে আলোচনা করা হয়। এই ডিজিটাল প্রযুক্তি ব্যাবহার করতে গিয়ে বিভিন্ন সমসার সম্মুক্ষিন হলে সরকারী হট লাইন নাম্বার ও ব্র্যাকের
সেফগার্ডিং হেল্পলাইন নাম্বার বিষয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জমাব ফরিদ আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাদিরা বেগম, উপজেলা সহকারী ভূমি জনাব লিজা আক্তার
বিথী,উপজেলা মহিলা বিষয়য়ক অফিসথেকে ক্রেডিট সুপার ভাইজার মো. আল মানুন হক,অফিস সহকারী মতিলাল দত্ত, এছারাও উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচীর মোসা. আফরোজা আইরিন ( এ্যাসোসিয়েট অফিসার সেলপ্) উপজেলা হিসাব মো. আলম,সমন্বিত উন্নয়ন
কর্মসূচীর লাভলি হেমব্রম সিনিয়র ট্রেইনার, পরিতোষ তপ্প, আগাটা তপ্প কর্মসূচি সংগঠক। সাংবাদিক এনজিও কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণির পেশার নারী ও পুরুষ। উক্ত অনুষ্ঠান সনচালনায় ও পরিচালনায় ছিলেন মোসা. আফরোজা আইরিন সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচি। সভাতিত্ব করেন জনাব লিজা আক্তার বিথী উপজেলা সহকারী ভূমি।