সাতক্ষীরা সদরের ঘোণায় ২৮ বছরের ক্রয়কৃত রেকর্ডিও সম্পত্তি জবরদখলের পায়তারার অভিযোগ।
শাহীন আলম, জেলা প্রতিনিধি সাতক্ষীরা ঃ
সাতঃ সদর উপজেলা ঘোনা ইউনিয়ানে ছনকা গ্রামের কোবলাকৃত ২৮ বছরের রেকার্ডিও দখলিও সম্পত্তি জবর দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। সরজমিন গিয়ে জানা যায়, সদরের ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের মৃত মাদার ঢালী ১৯৮১ সালে ৪ পুত্র, ইনছান,
হিমচাদ, নাসিরউদ্দীন, ও ইছাক ঢালী এবং ৩ কন্যা জেলেখা, রুপভান, ছকিনা ও স্ত্রী পরিজান বিবিকে রেখে মারা যায়। মাদার ঢালী মৃত্যুর পর সন্তানরা সমদয় সম্পক্তি ভাগ বাটয়ারা করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিল। স্থানীয়রা বলেন বর্তমানে মৃত মাদার ঢালির পুত্র ইছাক ঢালী ছাড়া আর সকল
সন্তানাদি মারা যায়। মৃত মাদার ঢালীর ২ কন্যা জেলেখা ও রুপভান বিবি বেচে থাকা কালে ঘোনা ইউনিয়নের ছনকা ও গাজীপুর মৌজার এস এ ৭০,৫৯৬,৬৯,২০৬,২৫,১১০,৩৯৬ খতিয়নে বি,আর,এস ২২২,৩৯৭,২২৩ ও ৩০১ নং খতিয়ন হইতে গত ইং ৫/৪/১৯৯৫ তারিখে ২৯১৮ , ২৯১৬ নং দানপত্র দলিলে, ১০, শতক ও
কোবলা রেজিঃ দলিলে ১৭ শতক জমি, লুতফর ঢালীর পুত্র ইস্রাফিল ঢালী ও বোন রুপভান বিবির নিকট লিখে দেয়।
কিন্তু বিগত ৩ বছর আগের থেকে মৃত মাদার ঢালীর পুত্র ইছাক ঢালী তার নিজের বিক্রয় করা জমি ও পিতার ওয়ারেশ সুত্রে ২ বোন জেলেখা ও রুপভান বিবির ২৮ বছর আগের বিক্রয় করা সম্পক্তি জবর দখল করার জন্য
বিভিন্ন সময় পায়তারা করছে বলে জানান ভুক্তভুগি লুতফর ঢালী। তিনি আরও বলেন, বিগত দিনে চাচা ইছাক ঢালী গংরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, আমি কোন উপায় না পেয়ে ১৬/১/২০২২ ইং তারিখে ৪ নং ঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল
কাদের এর নিকট ইছহাক গংদের বিরুদ্ধে লিখিত দরখস্ত দায়ের করি, চেয়ারম্যান সাহেব গত ইং ১০/২/২০২২ তারিখে উপরোক্ত নালিশি সম্পক্তির বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে স্হানীয় গন্যমান্য বেক্তিদের উপস্থিতিতে এক শালিশ বৈঠকের মাধ্যমে উভায়ের উপস্থিতিতে কাগজপত্রদি পর্যালোচনা করে সিন্ধান্ত গৃহিত হয়যে, বাদি লুতফর ঢালীর নালিশি জমি দখল
আছে ও সমদয় জমির কাগজ পত্রদি সঠিক বলে বিবেচিত হয়। আর ইছাক ঢালী প্রথম পক্ষ লুতফর ঢালীর শান্তি পুর্ন ভোগ দখলিও ক্রয়করা জমি সম্পর্ন গায়ের জোরে দখলে চেষ্টা করছে।
জিআই পাইপ, বাশের লাঠি, সহ ইটের খোঁ, ছুটতে থাকে থাকে বলে জানান স্থানীয় মৃত্যু ইছাক সরদারের পুত্র রফিকুল ইসলাম, নুর ইসলামের পুত্র আবুল কালাম, মৃত শামসুর রহমানের পুত্র মশিয়ার রহমান, খোদাবক্স পুত্র জিল্লু, লোকমান সরদারের পুত্র আলিআজগার , ছয়েলউদ্দীনের পুত্র আব্দুল আলিম, কালোর পুত্র সেলিম, শহিদুলের পুত্র জাহাঙ্গীর, রহিম গাজী পুত্র কালু, সহ আরো একাধিক ব্যক্তিরা এ প্রতিপদককে বলেন। কোন উপায় না পায়ে