পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি গাজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ!
সিরাজুল ইসলাম রতন, (পলাশবাড়ী) গাইবান্ধা :
গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পলাশবাড়ী থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি বুধবার দুপুরে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার নির্দেশে পুলিশের একটি টিম রংপুর ঢাকা মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে বেষ্ট ওয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাস যাহার নম্বর রংপুর (ব ১১-০০৪৭) থামিয়ে চেকিং করা কালে তিন কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বেত বাড়িয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল মজিদ (৫০) ও তার স্ত্রী লাইলী বেগম (৪০),তাদের স্থায়ী ঠিকানা নেহানপুর পশ্চিমপাড়া চুয়াডাঙ্গা।
পলাশবাড়ী থানার ইন্সপেক্টর তদন্ত দিবাকর চক্রবর্তী জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।যাহার নম্বর -১৩ তাং ১৮/০১/২০২৩। তিনি আরো বলেন মাদক বিরোধী সারাষি অভিযান অব্যাহত রয়েছে।