ওবায়দুর রহমান,স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের ভাঙ্গায় ১৮০০ পিস ইয়াবাসহ এক দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌর সভার হোগলাডাঙ্গী সদরদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। ওই দম্পতি কক্সবাজার থেকে মাদকের ‘হোম ডেলিভারি’ দিতে এসেছিলেন।
আটকরা হলেন- কক্সবাজার রামু থানার পূর্ব নোনাছড়ি এলাকার বাদশা মেয়ার ছেলে ওমর ফারুক (২৫), তার স্ত্রী মরিয়ম আক্তার (২৪) ও ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গার পাড় গ্রামের নান্নু শিকদারের ছেলে হাবিব শিকদার (২৯)।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভাঙ্গা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পৌরসভার ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া হাবিবের ঘর তল্লাশি করে ১৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন রুবেল সাংবাদিকদের জানান, ভাঙ্গায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।