বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় স্থাপিত ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ১৪ জানুয়ারী শনিবার বেলা ২টায় প্রাথমিকভাবে পরীক্ষামূলক বিদ্যুতায়ন করা হয়েছে। চলতি বছরের জুন মাসে উক্ত বিদ্যুৎ কেন্দ্র থেকে
উৎপাদিত ১৩২০ মেগাওয়াটের বিদ্যুতের মধ্যে ১২২৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। শনিবারে উক্ত কয়লা বিদ্যুৎ কেন্দ্রকে জাতীয় গ্রিডের ৪ লাখ ভোল্টের সঞ্চালন লাইনের সাথে সংযুক্ত করে
বিদ্যুতায়নের সাথে সাথে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ওই ওখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিজিসিবি, পরিবেশ
অধিদপ্তর, চট্টগ্রাম পোর্ট অথরিটি এবং অন্যান্য সকল স্টেক হোল্ডারদের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।