মোহাম্মদ এরশাদ, বাঁশখালী:
বাঁশখালী উপজেলার পুকুরিয়া দক্ষিণপাড়া ইয়ং জেনারেশন কর্তৃক আয়োজিত ৩য় তম দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত।
অদ্য ১০ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় উপজেলার পুকুরিয়া দক্ষিণপাড়াস্থ আকতার স্টেডিয়ামে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সদস্য আবদুচ ছবুরের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দীন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আরব প্রপার্টিজ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াছ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়ন
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ইউপি সদস্য মুনিরুল মান্নান চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ ফজলুল রশিদ,টুর্নামেন্ট কমিটির সভাপতি মোঃ
আকতার,বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা রবিউল ইমতিয়াজ,কফিল উদ্দিনসহ টুর্নামেন্ট আয়োজক কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলায় মোকাবেলা করেনবাঁশখালী থ্রী স্টার ফুটবল একাডেমি বনাম সাতকানিয়া অলস্টার ফুটবল একাদশ।
.প্রথম খেলায় বাঁশখালী থ্রী স্টার ফুটবল একাডেমি ৩-১ গোলে জয়লাভ করেন।