সুমন পাল, নরসিংদীঃ
নরসিংদীর মাধবদীতে বিদ্যার দেবী স্বরসতী পূজা উদযাপন করেছে সূরবীণা সংঘ। লেখা পড়ায় মনোযোগী ও বিদ্যার দেবী স্বরসতী মায়ের আশীর্বাদ লাভের আশায় শিক্ষার্থীরা এ পূজা অর্চনা করে থাকে। বিগত ১৩ বছর যাবত এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে সূরবীণা সংঘের
আয়োজনে। এ বছরও স্বরসতী পূজা উপলক্ষে মন্ডবে তিনদিন ব্যাপী আগত ভক্তদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৮ জানুয়ারী শনিবার আয়োজিত ধর্মীয় আচার অনুষ্ঠানের শেষ দিনে ভক্তদের মধ্য থেকে বিভিন্ন খেলায় অংশগ্রহণ কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিভিন্ন খেলায় ১৫টি ক্যাটাগরিতে ৪৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবদী বাজারের ব্যবসায়ী ম্যাক টেক্সটাইল এর সত্তাধীকারী জীবন কৃষ্ণ সাহা, মাধবদী পৌর এলাকার ৮নং ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ, ব্যবসায়ী দ্বীপক সাহা, সঞ্জয় পোদ্দার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।