নওগাঁ প্রতিনিধি মোঃ নাহিদ হাসান:
উত্তরের জেলা খেত নওগাঁ,কৃষি প্রধান এই জেলার প্রধান কৃষি ক্ষেত্র হচ্ছে ধান চাষ। সারা জেলায় যে সময় বোরো ধান চাষে ব্যস্ত কৃষক, ঠিক সেই সময় সেচের অভাবে নিয়ামতপুরের বেশকয়েকটি কৃষকের আহাজারিতে নিস্তব্ধ মোটর মালিক ।
সমিতি থেকে লোন তোলে মামা ভাগিনা মিলে ২৫ কাঠা জমির ধান লাগিয়েছিলাম, অথচ পানির অভাবে ধানের বেহাল অবস্থা, ধানের এ অবস্থা দেখে খাবার খেতে পাচ্ছি না, কথাগুলো খুব কষ্টের সাথে বলছিলেন কৃষক শ্রী সরেন। শুধু সরেন না নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন এর মাদারীপুরের বেশ কিছু কৃষক এর জমির ধান
পানির অভাবে মারা যাচ্ছে। কৃষক এনামুল বলেন, আমাদের জমির পাশেই নাসিরুলের মটার, সে মোটর থেকে পানি নিয়ে আমরা জমি চাষ শুরু করি, প্রায় ২০ দিন থেকে আমাদের জমিতে পানি না দেওয়াই, বোরো রোপণের করুন অবস্থা, বেশ কিছু ধান মারা গেছে পানির অভাবে, আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, বারবার নাসিরুল এর কাছে পানি চাইলেও পানি না দিয়ে তাল বাহানা
করছে, আমাদের জমিতে পানির অভাবে ধান মারা যাচ্ছে, অথচ আমাদের পাশের জমি মটার মালিক নাসিরুলের, তার জমিতে পানির অভাব নেই। ভুক্তভোগী কৃষকেরা বলেন, আমাদের জমিতে পানি না দিয়ে দূরের জমিগুলোতে পানি দিয়ে যাচ্ছে, পানি না পাওয়ার কারণে আমাদের প্রায় দশ বিঘা জমির ধান শুকিয়ে মরার পথে, শুধু তাই
না প্রতি বিঘা জমিতে পানি দেওয়া বাবদ ২৫০০ টাকা নিচ্ছেন। এ বিষয়ে মটর মালিক মো: নাসিরুল এর কাছে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন, জমিতে পানি দিচ্ছি, কিন্তু সেই পানি আইল কেটে অন্য জমির মালিক পানি নিয়ে নিচ্ছে, এজন্য জমিতে পানি থাকছে না।