পর্যটক বরণে প্রস্তুতিঃ ঈদের আগে কুয়াকাটা সৈকতের শৃঙ্খলা ফিরছে
নিজস্ব প্রতিবেদক:
সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সৈকত এলাকার পরিবেশ প্রতিবেশ, সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।
এজন্য ঈদের আগেই সৈকত এলাকায় বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, জাল নৌকা সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে।
দোকানপাটের ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করে নান্দনিক সৈকত উপহার দিতে এমন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এজন্য সৈকত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, ছাতা বেঞ্চ মালিক, স্পীড বোট, মোটরবাইক, ট্যুরিস্ট
বোট, ঝিনুক দোকান, ডাব বিক্রেতাসহ সৈকতমুখী ব্যবসায়িদের নিয়ে বুধবার বিকেলে এক মতবিনিময় সভা করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে এসময় মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক,
কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের ইনচার্জ আবু হাসনাইন পারভেজ, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক
ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক মো মনিরুল ইসলাম, মহিপুর থানার সাব ইন্সপেক্টর আঃ মান্নান, জাতীয় শ্রমিকলীগ কুয়াকাটা পৌর শাখার সভাপতি মোঃ আব্বাস কাজীসহ সৈকত এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সৈকতের জিরো পয়েন্টের দুইদিকে আধা কিলোমিটার এলাকায় কোন দোকানপাট, মোটরবাইক,স্পিড বোট, ট্যুরিস্ট বোট, ফ্রাই মার্কেটসহ সকল দোকানপাট না রাখার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়।
এসব দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান কুয়াকাটা ট্যুরিজম পার্কের পুর্বপাশে বসিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
সৈকতের দুই দিকে ১কিলোমিটার এলাকা পর্যটকদের জন্য উম্মুক্ত করে দেয়া হবে। মতবিনিময় সভায় কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষা, জাল নৌকা অন্যত্র সরিয়ে দেয়া, আবাসিক হোটেল মোটেল রিসোর্ট,
খাবার হোটেল, অটোভ্যান, অটোরিকশা, মোটরবাইক এর ভাড়া নির্ধারণ এবং শৃঙ্খলা রক্ষায় নানা উদ্যোগ নেয়া হয়েছে। ঈদের আগেই এসব কাজ সম্পন্ন করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।