ফরিদপুর ৪ আসনের নৌকার মনোনয়নপত্র জমা
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর পক্ষে নমিনেশন দাখিল করেন ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন তিন উপজেলার নির্বাচনী পরিচালনা পরিষদের কে- চেয়ারম্যান ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ফাইজুর রহমান।
বৃহস্পতিবার (৩০-১১-২০২৩ ইং)বেলা ১১ টায় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি রিটার্নিং অফিসার আজিম উদ্দিন এর কার্যালয়ে এই নমিনেশন দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন,
পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এএফএমডি ফয়েজ রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মির মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন,সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা,যুগ্ম সাধারণ সম্পাদক জালাল রানা ,
সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ, প্রাক্তন পৌর ওয়ার্ড কমিশনার সৈয়দ আলী, চুমুরদি ইউনিয়ন সভাপতি উজ্জল মিয়া সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।