বগুড়ার সারিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
জাফরুল সাদিক.বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, সহকারী কমিশনার( ভূমি) সবুজ কুমার বসাক, মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, আব্দুল করিম,সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম হিরু প্রমুখ।