বাঁশখালীর গণ্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে সৌদি রাষ্ট্রদূত
মোহাম্মদ এরশাদ সত্যকন্ঠ; বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এসএস পাওয়া প্ল্যান পরিদর্শনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত (H.E. Mr. Essa Yousef Al Duhailan এইচ. ই. ইছা বিন ইউসুফ আল দোহাইলিন।
১৯ জুন (সোমবার) উপজেলার গণ্ডামারা ইউনিয়নে চীন ও এস আলম কোম্পানির যৌথ উদ্যোগে নির্মিত বহুল আলোচিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এর নেতৃত্ব একটি প্রতিনিধি দল।পরিদর্শনকালে সাথে ছিলেন চট্টগ্রাম-১৫ আসন (সাতকানিয়া- লোহাগড়া)’র সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দিন নদভী (এমপি),বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী,সহকারী পুলিশ সুপার আনোয়ারা (সার্কেল)কামরুল হাসান,কয়লা বিদ্যুৎ প্রকল্পের কো-অর্ডিনেটর ফারুক আহমেদ ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিনসহ কয়লা বিদ্যুৎ প্রকল্পে দায়িত্বরত উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।