ছবি-সংগৃহীত
সব ব্যর্থতা ভুলে সফলভাবে পাড়ি দিল চন্দ্রযান-৩, লক্ষ্য উপগ্রহের দক্ষিণ মেরু
সত্যকন্ঠ ডিজিটাল ডেক্স:
ব্যর্থতার সকল আশঙ্কা জলাঞ্জলি দিয়ে ৪ বছর পরে ফের সাফল্যের মুখ দেখতে শুরু করেছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো (ISRO)। শুক্রবার পূর্ব পরিকল্পনা মতে দুপুর ঠিক দুইটা বেজে ৩৫ মিনিটে
শ্রীহরিকোটার সতীন ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিলো চন্দ্রযান-৩,মাত্র ১৫ মিনিটে পৃথিবীর কক্ষে পৌঁছানোর কথা তবে চাঁদে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে ইসরোর তৈরি চন্দ্রযানের। বিজ্ঞানীদের ধারণা বলছে ২৩ বা ২৪ আগস্ট উপগ্রহের মাটি ছোবে চন্দ্রযান।
আর চাঁদ অভিযানে ভারতের এই সাফল্য নিঃসন্দেহে আন্তর্জাতিক গবেষণা জগতে বিশাল কৃতিত্ব বহন করবে বলে আশা করা হচ্ছে এর আগে এমন কৃতিত্বের অধিকারী ছিল আমেরিকা, চীন, রাশিয়া এখন ভারত চতুর্থ স্থানে।সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে চন্দ্রযান তৈরি করে তা চাঁদে পাঠানোর চেষ্টা চলছে দীর্ঘদিন থেকেই, তবে আজ নয় উপগ্রহের অন্ধকারাচ্ছন্ন দিকে আলো ফেরানোর জন্য ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের তৎপরতা অনেক আগে থেকেই। ২০১৯ সালে চন্দ্রযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল কিন্তু তার পর চাঁদে অবতরণের সময় lender বিক্রম-বিচ্ছিন্ন হয়ে আজমকা ভেঙ্গে পড়েছিল কিন্তু তা হওয়ার আশঙ্কা এখন আর নেই এবং সফলভাবেই স্বেচ্ছাদের দক্ষিণ প্রান্তে সফট ল্যান্ডিং করতে পারবে, ইসরোর দাবি ।