চৌদ্দগ্রামে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা ও উপজেলাপরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
বৃহস্পতিবার (২ফেব্রুয়ারী) চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার সকল কর্ম কর্তা ও জন প্রতিনিদের অংশ গ্রহনের মধ্যমে উপজেলা সার্বিক আইন-শৃংখলা বিষয়ে আলোচনা ও মত বিনিময় হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীরহোসেন,প্রকৌশলীমোঃনুরুজ্জামান(বিএসসি ইন্জ্ঞি সিভিল ) সিনিয়র মৎস অফিসার মোঃ শেফাউল আলম,থানা ভারপ্রাপাত অফিসার (ওসি) শুভরঞ্জন চাকমা, ওসি (মিয়া বাজার হাইওয়ে থানা) এস এম লেকমান হোসাইন,
উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুব্রত রায়, সমাজ সেবা অফিসার মোঃ সাহিদুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, সমবায় অফিসার ভূঁইয়া মোঃ শাহিনুর রহমান, মহিলা বিষয়ক অফিসার বীথি রানী চক্রবর্তী, ফায়ার সার্ভিস ইন-চার্জ মাজেদুল ইসলাম, তথ্য
অফিসার ফাতেমা আক্তার, বন কর্মকর্তা মোঃ শহীদ মিয়া, চৌদ্দগ্রাম এইচ জে সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুপমসেন গুপ্ত, প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, পল্লী উন্নয়ন অফিসার আতাউর রহমান মজুঃ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউডি এফ) আবু বক্কর সিদ্দিক, আনসার ও
ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) নাজমা আক্তার, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, প্রভাষক নায়িমুর রহমান মাছুম, ভিপি মাহাবুব হোসেন মজুঃ, একে খোকন, মোঃ মাঈন উদ্দিন ভূঁইয়া, কাজী ফখরুল আলম ফরহাদ, আবু তাহের, মোস্তফা কামাল,উপজেলা ফিল সুপার ইসলামী ফান্ডঃআমির হোসেন প্রমুখ।