কুয়াকাটায় ঐতিহ্যবাহী জলকেলি সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত
জুয়েল ফরাজী,( কুয়াকাটা)ও আনোয়ার হোসেন আনু, (বিশেষ প্রতিনিধি)-সত্যকন্ঠ
নানা আয়োজনের মধ্যদিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে উপজাতি রাখাইন সম্প্রদায়েদের সাংগ্রাই বা নববর্ষ উৎসব।
মঙ্গলবার (১৮ এপ্রিল) শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে রাখাইন মাঠে ঐতিহ্যগত পানি খেলায় মেতে উঠেন তরুণ-তরুণীরা। প্রতিযোগিতামুলক একে-অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দে মাতোয়ারা ছিল তারা।
একই সময়ে উৎসব মঞ্চে চলে রাখাইদের নিজস্ব সংস্কৃতি, নাচ ও গানের অনুষ্ঠান। এ উৎসব দেখতে রাখাইন পাড়ায় ভিড় করে পর্যটকসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মহিবুর রহমান মহিব মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী-৪, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন উপজেলা নির্বাহি অফিসার, কলাপাড়া, মোঃ আবু বক্কর
সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) কলাপাড়া, মোঃ আনোয়ার হোসেন হাওলাদার মেয়র কুয়াকাটা পৌরসভা,মোঃ আব্দুল বারেক মোল্লা সাবেক মেয়র কুয়াকাটা পৌরসভা, রাখাইন তরুণী ম্যান মে এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচান চিন মাতব্বর, কেরানিপড়া, কুয়াকাটা।
এসময় মাননীয় সংসদ সদস্য নগদ উপহার হিসেবে ২০ হাহার টাকা উচান চিন এর হাতে তুলে দেন।রাখাইন তরুনী মেস্যুই জানান, সব দুঃখ দুর্দশা ভুলে নতুন করে পথ চলার জন্যই আমাদের এই আয়োজন। জলকেলি মূলত এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
অপর এক তরুনী বলেন, এই জল কেলি অনুষ্ঠানে ছেলে মেয়ে একে অপরকে শ্রদ্ধার সাথে পানি ছিটিয়ে, তাদের পচ্ছন্দের জানান দেন। তবে ছেলেদের পানি কিনতে হলেও, মেয়েদের কিনতে হয়না পানি।
রাখাইন ওয়াটার ফেস্টিভালের মধ্য দিয়ে তারা নতুন বছরকে স্বাগত জানান এবং পুরনো বছরকে ভুলে যায়।এ উৎসবের আয়োজন করে দূর-দূরান্ত থেকে রাখাইন সম্প্রদায়ের লোকজন তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে যোগ দিতে থাকেন।