বাঁশখালীতে বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ১
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাইক চালকসহ দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৪ আগষ্ট) দুপুর আনুমানিক ১২.৩০ মিনিটের দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সি হাটের দক্ষিণে নুরজাহান কনভেশন সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাঁশবুনিয়া গ্রামের আব্দু শুক্কুরের ছেলে ছাইমন একই এলাকায় আবজানের ছেলে হামিদ (প্রকাশ শুক্কুর)। এবং একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আবু তাহের ছেলে রাকিব,তার অবস্থাও আশঙ্কাজনক তার বাড়িও
একই ওয়ার্ডে।প্রত্যক্ষদর্শীরা জানান,আনোয়ারা, বাঁশখালী আঞ্চলিক মহা সড়কে দক্ষিণ দিক থেকে দ্রুতগামী বাস অপরদিক থেকে আসা বাইক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।বাঁশখালী রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন,
উপজেলা জলদি থেকে চট্টগ্রাম গামী বাস অপরদিক থেকে আসা বাইক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয,এবং শুক্কুর ওরাকিব নামের দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শুক্কুর নামের একজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন বলে জানান এবং বাসটি জব্দ করা হয়েছে।