একজন মানবিক মানুষ ঝিনাইদহ -৩ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী আনিছুর রহমান টিপু
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে,৮৩ ঝিনাইদহ -৩ মহেশপুর -কোটচাঁদপুর আসনে বাংলাদেশ আওয়ামীলীগে মনোনয়ন প্রত্যাশী ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিপু,যিনি তার এলাকায় আপাদমস্তক মানবিক মানুষ হিসেবে পরিচিত!
অসহায় মানুষের চিকিৎসা, গরিব পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষায় সহায়তা, বিধবা নারীদের পাশে দাঁড়ানো, বাল্যবিয়ে রোধ, কন্যাদায়গ্রস্ত বাবার পাশে দাঁড়ানো, নারী নির্যাতন বন্ধসহ সামাজিক কার্যক্রমের কারণে এলাকার সকলে তাকে মানবিক ভাই বলে চেনে।তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় জনগণ।
মোঃ আনিছুর রহমান টিপু’র সাংগঠনিক সম্পৃক্ততাঃ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ঝিনাইদহ জেলা শাখা।সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি(জাতীয় পরিষদ)সাবেক সদস্য, গাজীপুর জেলা ছাত্রলীগ, গাজীপুর।
সাবেক সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা, গাজীপুর।সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ মহেশপুর ডিগ্ৰী কলেজ শাখা, মহেশপুর, ঝিনাইদহ।
মোঃ আনিছুর রহমান টিপু’র শিক্ষা সম্পৃক্ততাঃপ্রতিষ্ঠাতা সভাপতি, নিবিড় ইংলিশ মিডিয়াম স্কুল, বামনগাছি বেলেমাঠ বাজার, মহেশপুর, ঝিনাইদহ।প্রতিষ্ঠাতা সভাপতি, লিডেন কিন্ডারগার্ডেন স্কুল, বেলেমাঠ বাজার, মহেশপুর, ঝিনাইদহ।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আনোয়ার শিক্ষা ফাউন্ডেশন, বাথানগাছি, মহেশপুর, ঝিনাইদহ।
উপদেষ্টা, বাথানগাছি গণ গ্ৰন্থগার, মহেশপুর, ঝিনাইদহ।উপদেষ্টা, মহেশপুর কিন্ডারগার্ডেন এসোসিয়েশন, মহেশপুর, ঝিনাইদহ।
আনিছুর রহমান টিপু’র প্রকৃতি দূর্যোগকালিন সময়ে মানবিক সহায়তা কার্যক্র১৯৯৮ সালে দীর্ঘতম বন্যা,২০০০ সালের বন্যা ,প্রবল ঘূর্ণিঝড় আম্ফান এর প্রভাবে ক্ষতিগ্ৰস্থ মানুষের জন্য ত্রান কার্যক্রম প্রদান করা হয়।
বিশ্বব্যাপি মহামারি “করোনা”কালিন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য,বস্ত্র ও চিকিৎসা সহায়তা প্রদান করা।বিগত দিনের ঈদ সমূহের নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য,বস্ত্র ও চিকিৎসা সহায়তা প্রদান করা।
অতি বৃষ্টিতে ক্ষতিগ্ৰস্থ মৌসুমী কৃষকদের মাঝে পূনরায় দ্রুত চাষাবাদ করার জন্য বীজ,সার এবং চাষাবাদ উপকরণ যেমন বিনামূল্যে ট্রাক্টর সার্ভিস প্রদান করা হয়।মাদকাশক্তি নিরাময়ের জন্য অভিভাবক ও তরুন সমাজের মাঝে গণসচেতনতামূলক মতবিনিময় করা হয়।
বাল্যবিবাহ রোধ , যৌতুক নিরুৎসাহিত করণ এবং স্কুল ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলে ফিরানোর কাজে সম্পৃক্ত থাকা।গরিব অসহায় এবং বয়স্কদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা। মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা করা।
আনিছুর রহমান টিপু ছাত্রলীগ থেকে আসেন রাজনীতির আঙ্গিনায়। বিভিন্ন সময় রাখেন গুরুত্বপূর্ ভূমিকা। এজন্য ছাত্রজিবনেই হয়ে উঠেন প্রশংসনীয়। তিনি বিভিন্ন সময়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে ছিলেন।
নিরলস পরিশ্রম আর নিজের সততায় গড়ে উঠে তাঁর সুসংগঠিত ক্যারিয়ার।উল্লেখযোগ্য রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করেন। এজন্য তৃণমূল থেকে সকল নেতাকর্মীদের মধ্যে হয়ে উঠেন প্রিয় একজন মানবিক মানুষ।