বাঁশখালী উপজেলায় তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র জমা
মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম-১৬(বাঁশখালী)আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ কবির চৌধুরী লিটন।
(বৃহস্পতিবার) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।অন্যদিকে ইসলামী ঐক্য জোটের স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক সফকত হোসাইন চাটগামী ও মোঃ খালেকুজ্জামান তার অনুসারীদের নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে।
আব্দুল্লাহ কবির চৌধুরী লিটনের মনোনয়নপত্র জমাদানের সময় সাথে ছিলেন,সাবেক বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী,সাবেক কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন পেজু, সাবেক বাঁশখালী উপজেলা ভাইস-চেয়ারম্যান মৌলভী নুর হোসেন,জসিম উদ্দিন,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি আক্তার হোসেন,শাহদাত রশিদ চৌধুরী,লায়ন শেখর দত্ত,চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক বখতিয়ার উদ্দিন চৌধুরী করিম,সাবেক বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্র ছাত্রীদের সভাপতি শওকত হোসেন পিটু,
মোঃ নোমান,আনছারুল হক চৌধুরী,আব্দুল ওয়াজেদ সিদ্দীক,চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলায় সহ-সভাপতি মোঃ মনি উদ্দিন চৌধুরী,বাঁশখালী উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ মুনছুর আলম,সাধারণ সম্পাদক আবু হানিফ,পৌরসভা শ্রমিক লীগের সভাপতি আব্দু জব্বর,সাধারণ সম্পাদক মিজান,
আব্দুল্লাহ কবির চৌধুরী লিটনের একমাত্র ছেলে পারাজ কবির চৌধুরী,ভাজিজা এয়াশিন আরাফাত, সাধনপুরে ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আজিমুল হক,ইমতিয়াজ উদ্দিন,মোঃ রাশেদ,মোঃ হাছান আলী,মোঃ রিপন উদ্দিন চৌধুরী,বাদশাসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।