বাঁশখালীতে নৌকা পেলেন মোস্তাফিজ,স্বতন্র লিটন ট্রাক ও মুজিব পেলেন ঈগল
মোহাম্মদ এরশাদ, (বাঁশখালী) প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ।সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এ কার্যক্রম শুরু হয়।চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে) নৌকা প্রতীক পেয়েছেন সরকার দলীয় প্রার্থী দুই দুইবারের সাংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি)।
তিনি প্রতিক পেয়ে বলেন,দীর্ঘ দিন ধরে বাঁশখালী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আজ নৌকা প্রতীক নিয়ে প্রচারণা শুরু করবো।তিনি প্রতীক পেয়ে বলেন,আমাকে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে একটি মডেল উপজেলা পরিণত করাই হবে আমার মূল কাজ।
এজন্য বাঁশখালী বাসীর দোয়া আর ভালবাসা ও ভোট কামনা করেন।এদিকে,একই আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ কবির চৌধুরী লিটন পেয়েছে ট্রাক প্রতীক।এছাড়া মুজিবুর রহমান সিআইপি পেয়েছেন ঈগল প্রতীক।
সাংবাদিক শফকত হোসাইন চাটগামী মিনার,ডাক্তার আশীষ কুমার শীল কুঁড়েঘর, মোহাম্মদ খালেকুজ্জামান (খালেক)বেঞ্চ,মহিউল আলম চৌধুরী ইসলামি ফ্রন্ট মোমবাতি প্রতীক পেয়েছেন।