নওগাঁর নিয়ামতপুরে অবস্থিত ক্রিয়েটিভ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ৮ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
নওগাঁ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, ক্রিয়েটিভ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ৮ম ব্যাচের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে সদরের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ক্রিয়েটিভ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মোছাদ্দেক হোসাইন রুদ্রের সভাপতিত্বে ও দারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মমতাজ হোসেন মন্ডল, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, প্রভাষক মোঃ হুমায়ন আবেদীন চৌধুরী,
বাসুদেবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক পলাশ কুমার সরকার, ও মানিক পাটন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারি শিক্ষক নয়ন কুমার। সনদ বিতরণ অনুষ্ঠানে, ক্রিয়েটিভ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের অষ্টম ব্যাচের ৫৫ জন ছাত্রছাত্রীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে , ক্রিয়েটিভ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মোছাদ্দেক হোসাইন রুদ্র বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে, অবশ্যই কম্পিউটার শিক্ষা গ্রহণ করা উচিত। কারণ তথ্য প্রযুক্তির যুগে নিজেকে যদি প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করতে না পারি,
তাহলে বর্তমানে চলা অসম্ভব, এমন কোন সেক্টর নাই যেখানে কম্পিউটারের প্রয়োগ নাই, তিনি আরো বলেন ক্রিয়েটিভ কম্পিউটার প্রশিক্ষণ থেকে, প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ছাত্র-ছাত্রী আয় করার সুযোগ পেয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। সনদ বিতরণ অনুষ্ঠান শেষে প্রতিবছরের ন্যায় ২০২৩সালেও কম্পিউটার
প্রশিক্ষণার্থীদের নিয়ে একটি লটারি আয়োজন করা হয়, এবং লটারিতে প্রথম বিজয়ী মোঃ মাসুম পারভেজ কে একটি কম্পিউটার সেট তুলে দেন,ক্রিয়েটিভ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মোছাদ্দেক হোসাইন রুদ্রসহ অতিথিবৃন্দ।