বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহ লে অফ ঘোষণা: উপদেষ্টা কমিটির সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক
আলী আহসান রবি
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রি:
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কাদের চৌধুরী জানিয়েছেন যে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কোম্পানিগুলোতে অর্ডার না থাকায় এবং কোম্পানির নামে ব্যাংকে পর্যাপ্ত ঋন খেলাপী থাকার কারণে আর পরিচালনা করা সম্ভব না।
এছাড়া তিনি জানান, বেক্সিমকো টেক্সটাইল লি: এবং গার্মেন্টসের ১৬ টি ইন্ডাস্ট্রীতে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বর্তমানে কারখানায় কোন কাজ না থাকার কারণে আগামী ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি: থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক লে-অফ থাকবে। লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী মজুরি প্রদান করা হবে। লে-অফ থাকাকালীন শ্রমিকের স্বশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার প্রয়োজন নাই মর্মে জানিয়েছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা , স্বরাষ্ট্র উপদেষ্টা , বানিজ্য উপদেষ্টা , অর্থ উপদেষ্টা , শিল্প উপদেষ্টা , অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ, শ্রম ও কর্মসংস্থান সচিব, বানিজ্য সচিব, অর্থ সচিব, বেক্সিমকো লি: এর রিসিভার, বাংলাদেশ ব্যাংক এবং জনতা ব্যাংকের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে উপস্থিত ছিলেন।