ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত
চাটখিল (নায়াখালী) প্রতিনিধি:
ঢাকায় আদালনরত বেসরকারি শিক্ষকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার সকালে চাটখিল ও সানাইমুড়ী শহরে শিক্ষার্থীরা বিক্ষাভ মিছিল বর করে। এসময় শিক্ষার্থীরা হামলাকারীদর দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে জোর দাবি জানিয়ছেন।
গত রাববার আন্দলোনরত বেসরকারি শিক্ষক-কর্মচারীদর উপর ঢাকা প্রেসক্লাবের সামনে হামলা ও নির্যাতন করা হয়। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে চাটখিল ও সোনাইমুড়ীতে শিক্ষার্থীরা বিক্ষাভ মিছিল বের করেন। মিছিল শেষে চাটখিল ও সোনাইমুড়ী শহর শিক্ষার্থীরা পৃথক পৃথক সমাবেশ করেন। আন্দলোনকারী শিক্ষকদের উপর হামলার তীব্র নিদা জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করেছেন।
এদিকে চাটখিল ও সানাইমুড়ীত গত সামবার ও মঙ্গলবার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতি চলছ। শিক্ষক নতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যÍ কর্মবিরতি সহ তাদর আদালন অব্যাহত থাকবে।