সামাদ হাওলাদার,লৌহজং মুন্সিগঞ্জ
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল নেশা ছেড়ে খেলতে চল, রবিবার লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু কাপ ফুটসাল টুর্ণামেন্ট আয়োজনের উৎবধন করা হয়। অনুষ্ঠানে সাভাপতি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আব্দুল আউয়াল নির্বাহী
অফিসার ,লৌহজং উপজেলা, বক্তব্যে বলেন যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকাসক্ত তাই যুবকদের বলেন খেলা ধুলায় মনোযোগী হয়ে বেশি বেশি খেলাধুল করলে শরীর সুস্থ থাকে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন তপন ভাইস চেয়ারম্যান উপজেলা
পরিষদ। বিসেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, ডঃ শেমল চন্দ্র, টুর্নামেন্টে ২৪টি দল অংশ গ্রহণ করে। ১.মাইমুনা সিক্স স্টার ২.ইউনাইটেড আটিগাও ৩.যুব সংঘ সৌরভ ৪.মালির অংক কিশোর সংঘ ৫. জাঙ্গালিয়া যুব সংঘ,নওপাড়া ৬.পালগাও নবীন
সংঘ ৭.আব্দুল্লাহ আল ওয়াসি সৃতি সংঘ ৮.আব্দুল্লাহ আয়ান একাদশ ৯.ফ্রেন্ড সার্কেল, ভোগদিয়া ১০.খিদির পাড়া তরুণ সংঘ ১১.দেওয়ান কান্দি হলদিয়া ১২. আর্দশ যুব সমিতি কুমারভোগ ১৩.উপজেলা একই বৃত্তে ১৪.হাটভোগদিয়া যুব সংঘ ১৫. ভোজগাও নবিন সংঘ ১৬.কুরিগাও সিক্স স্টার ১৭.আকন বাড়ি
হলদিয়া ১৮. সাতঘড়িয়া হলদিয়া ১৯.সাতঘড়িয়া তরুন সংঘ ২০.বানিয়া গাও তরুণ সংঘ. ২১ সবুজ বাংলা ভোগদিয়া ২২.উপজেলা পোসাশন ২৩.ওল্ড ইস গোল্ড ২৪. লৌহজং পাইলট ছাত্র সংঘ। উৎবধনি খেলায় অংশ গ্রহণ করেন লৌহজং উপজেলা পরিষদ ও খিদির পাড়া মোঃ
আব্দুল্লাহ আল ওয়াসি সৃতি সংঘ। লৌহজং উপজেলা পরিষদ এর পেলেয়ার হিসাবে অংশ গ্রহণ করেন ১.মোঃ আব্দুল আউয়াল (কেপ্টেন)২. রফিকুল ইসলাম ৩.ডঃ শেমল চন্দ্র ৪. সুশান্ত ৫. তনময় ৬.সজল ৭.প্রদিপ। খিদির পাড়া মোঃ আব্দুল্লাহ আল ওয়াসি সৃতি সংঘ পেলেয়ার হিসাবে অংশ গ্রহণ করেন ১. মোঃ আল-আমীন
২.মোঃ মাসুম তালুকদার ৩.নয়ন শেখ. ৪. মোঃ কানু ৫.মোঃ তুহিন অতি- ৬. মোঃ হৃদয় ৭. মোঃ লিখন,প্রতিদিন ৩ টি করে খেলা হবে,নক আউট খেলা, হেরে গেলে বাদ পড়বে দলটি, প্রথম দিন লৌহজং উপজেলা প্রশাসন, ১গোল এবং খিদির পাড়া মোঃ আব্দুল্লাহ আল ওরাশি স্মৃতি সংঘ ৩ গোল,পুরুষ্কার হিসাবে থাকবে ৪০ ইঞ্চি এলইডি টিভি দ্বিতীয় পুষ্কর হিসাবে থাকবে ফ্রীজ।