
বিনোদন ডেক্স:বাংলাদেশের কিংবদন্তি রক সম্রাট আজম খানের হাতে গড়া ব্যান্ড ‘উচ্চারণ’ সম্প্রতি আজম খানের পরিবার ও কুল এক্সপোজার কমিউনিকেশনস–এর সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি (Tri-Party Agreement) স্বাক্ষর করেছে।
গত শনিবার (৮ নভেম্বর, ২০২৫) ধানমণ্ডিতে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষরের এই ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চারণ ব্যান্ডের সকল সদস্য, ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন ও ম্যানেজার এজাজ রহমান। চুক্তি স্বাক্ষরের সময় উচ্চারণ ব্যান্ডের পক্ষ থেকে স্বাক্ষর করেন ব্যান্ড লিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষ থেকে তাঁর কন্যা অরনী খান, এবং কুল এক্সপোজারের পক্ষ থেকে এজেন্সির সিইও এরশাদুল হক টিংকু।
চুক্তি অনুযায়ী, আজম খানের পরিবার তাঁর নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে; উচ্চারণ ব্যান্ড তাঁর গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে; আর কুল এক্সপোজার পরিচালনা করবে সমস্ত প্রচার, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্ট এবং বাণিজ্যিক কার্যক্রম।
ব্যান্ডলিডার দুলাল জোহা বলেন, “এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তাঁর গানগুলোকে শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে চাই।”
বর্তমান উচ্চারণ ব্যান্ডের লাইনআপ: দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)।
আগামী বছর উচ্চারণ দেশে ও দেশের বাইরে একাধিক লাইভ কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তাদের বেশ কিছু টেলিভিশন লাইভ পারফরম্যান্স–চলতি মাস থেকে প্রচারিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় ‘উচ্চারণ’ ব্যান্ড আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় তুলে ধরতে কাজ করে যাচ্ছে।






