পটুয়াখালীতে অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটা-ঢাকা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রান্ত নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মোস্তফাপুর নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মৃত শিশু প্রান্ত উপজেলার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের সুজন হাওলাদরের পুত্র।
স্থানীয় ও স্বজনরা জনান, শিশুটি তার মায়ের সঙ্গে অটো রিকশা যোগে নিজ বাড়ি থেকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে তার খালাবাড়িতে যাচ্ছিলো। পথিমধ্যে অটোরিকশাটি উল্টে রাস্তার ঢালে পড়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম বলেন, বিষয়টি জানার পর হাসপাতলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।