স্থানীয় নেতাদের হুশিয়ারী…
সালিশ বানিজ্য করলে কঠোর ব্যবস্থা:
— এবিএম মোশাররফ হোসেন
নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন কে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার শেষ বিকালে কলাপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম মোশাররফ হোসেন।
এসময় তিনি বলেন, সংবিধানের ৪০, ৪১ ও ৪২ ধারায় বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার দেওয়া হয়েছে অথচ বিগত ১৭ বছর এ দেশের মানুষের কন্ঠ চেপে ধরছিল আওয়ামী লীগ। কেউ ন্যায়ের কথা বললে তার গলা চেপে ধরত। প্রশাসন থেকে শুরু করে ব্যাংক পর্যন্ত সব শেষ করে দিয়েছে। এ সময় তিনি আরো বলেন,
আওয়ামী লীগ দুর্নীতি করে দেশটাকে গিলে ফেলেছে। যার প্রধান উদাহরণ হচ্ছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে ৬০ হাজার কোটি টাকা শেখ হাসিনা পরিবার গ্রহণ করেছে।
সংবর্ধনা সভায় কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন, পৌর বিএনপির সভাপতি মোঃ ফারুক গাজী, মহিপুর বিএনপি সভাপতি আঃ জলিল হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আঃ রহমান ফরাজী।
এবং পটুয়াখালী জেলা সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য মোঃ মোশতাক আহম্মদ পিনু, এছাড়াও কেন্দ্রীয়, বিভাগ ও জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীর প্রমুখ।