সুমন পাল, নরসিংদী:
নরসিংদীর মাধবদী পৌর সভার আয়োজনে আজ ২১ জানুয়ারী শনিবার দুপুরে মাধবদী হাই স্কুল মাঠে পৌর এলাকার ১২টি ওয়ার্ডের গরীব, অসহায় ও শীতার্থ মানুষের মাঝে এক যোগে ২ হাজার ৫শত কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। প্রধান অতিথি বলেন বর্তমান সরকার এ দেশের গরীব দুঃখী মানুষের সরকার।
এ সরকার আগামীতে ক্ষমতায় থাকলে দেশের আরো উন্নয়ন হবে। আমি সরকারী বরাদ্দ সহ নিজ অর্থায়নে যতটুকু পেরেছি তা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি।